আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনএ’র নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা কমিটিকে সংবর্ধনা

শফিক কবীর : বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কিশোরগঞ্জের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে জেলার নার্সিং কর্মকর্তাগণ।
জেলা নার্সিং এর আয়োজনে ২৫ জুন বুধবার বেলা বারোটায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: নূর মোহাম্মদ শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসা (আরএমও) ডা: দেবাশীষ ভৌমিক।
নার্সিং সেবা তত্বাবধায়ক ড.তন্দ্রা মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স মো: রাজিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা পাবলিক হেলথ নার্স নাজমুন্নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ দীপন কুমার দত্ত, নার্সিং সুপারভাইজার কামরুন্নাহার।
এতে আরও বক্তব্য রাখেন, নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি কামরুল ইসলাম, সহ সভাপতি আশেক মিয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল আল মতিন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি রেহেনা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সদস্যগণকে অতিথিগনের মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩ জুন অনলাইনের মাধ্যমে কিশোরগঞ্জে বিএনএ’র কার্যনির্বাহী নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে নার্সদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিজয়ী প্রার্থীদের নিয়ে আনন্দ-উল্লাস দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category