আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিভিন্ন বিশ্বাবিদ্যালের উপাচার্যদের কে নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিতে বৈঠক অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আশুলিয়া এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এসময় উচ্চ শিক্ষার প্রসার ও প্রশাসনিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, সিটি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শাহদাত কবির (প্রো-ভিসি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের পক্ষে অধ্যাপক এম. আর. কবির।

সভায় আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জেম হোসেন এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মেজর মো. আরমান আলী ভূইয়া (অব.)।

সভায় আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা সম্পর্কে আলোচনা করা হয়। এতে সম্মিলিত উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, খেলাধুলার ব্যবস্থা, মাদকমুক্ত এলাকা তৈরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থান এর ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং সকলে একত্রে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।

সভায় আফ্রিকার গাম্বিয়ায় অবস্থিত আই.ও.ইউ (IOU) ভার্সিটির সাথে যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা হয় যা আগামী অক্টোবর ২০২৫-এ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে আশুলিয়াস্থ সকল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে নীতিগতভাবে সিদ্বান্ত গৃহীত হয়।

সভা আয়োজনের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা কৃতি সন্তান উপাচার্য প্রফেসর সোবহানী সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category