এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ২৩ জুন) সকালে উপজেলা ঈদগাঁ মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবাহি মোঃ বিল্লাল হোসেন ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষি অফিসার নুরে আলম এর সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন, শিক্ষা অফিসার ডঃ দৌওলা হোসেন , সংবাদিক বৃন্দ প্রমুখ।
তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১১টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।