আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা

এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শুক্রবার (২০ জুন দুপুরে চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে পিটি হত্যা ঘটনা ঘটে। এ ঘটনা জিজ্ঞাসাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

নিহত হাবিবুল্লাহ উপজেলার চরফরাদী ইউনিয়নের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী।

জানা গেছে, মাস তিনেক আগে মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন হাবিবুল্লাহ। কিছুদিন আগে হাবিবুল্লার ছেলে ফুটবল খেলতে গেলে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার দুপুরে বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের হেলাল ও তার ভাগনে মুখলেছ গংরা। এক পর্যায়ে প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত হন হাবিবুল্লাহ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category