আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিখোঁজের একদিন পর বালু নদী থেকে মাধবদীর শিক্ষার্থী সৃজন সাহার মরদেহ উদ্ধার

আল আমিন, মাধবদী সংবাদদাতা:  নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা শীতলক্ষ্যা নদীর শাখা বালু নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মাধবদীর সন্তান সৃজন কুমার সাহা (শান্ত)(২২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দুরে খিলক্ষেত থানাধিন পাতিরা এলাকার বালু নদীর কচুরিপানা ও বালুবাহী ব্লাকহেডের নিচে ভেসে ওঠে শান্ত’র মরদেহটি। পাতিরা এলাকার স্থানীয়রা দেখতে পেয়ে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবরী দল পরদিন মঙ্গলবার সকালে সাড়ে ৭টায় মরদেহটি উদ্ধার করেন।

জানাগেছে, গত রোববার (১৫ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলার ইছাপুরা বাজার এলাকায় নানা বাঞ্চারাম সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে বেড়াতে এসে বিকেল ৪ টার দিকে বালু নদীর পুরাতন পাকা ঘাটে গোসল করতে নামলে নদীর ঢেউয়ের কবলে পড়ে তীব্র স্রোতের সাথে নিখোঁজ হন সৃজন সাহা (শান্ত)। সৃজন কুমার সাহা নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার বাড়ি নরসিংদীর মাধবদী পৌরসভার কাশিপুর মহল্লায়। তিনি স্বপন কুমার সাহা নামের একজন ব্যবসায়ীর ছেলে। এবং মাধবদীর ম্যাক টেক্সটাইলের মালিক জীবন সাহার ভাতিজা।
নিখোঁজের পর সোমবার দুপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মাধবদীর তার আত্নীয়-স্বজনরা বালু নদীর আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও যখন তার কোনো সন্ধান পাচ্ছিল না তখন একদিন পর সোমবার রাতে স্থানীয়দের চোখে পড়ে বালু নদীর কচুরিপানা ও বালুবাহী ব্লাকহেডের নিচে ভেসে ওঠা সৃজন সাহার মরদেহটি। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও সৃজনের আত্নীয়-স্বজনরা তার মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে পূর্বাচল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদ্দিপন দত্ত বলেন, ‘নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। উদ্ধার তৎপরতার একদিন পর মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category