আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনএ কিশোরগঞ্জের সভাপতি কামরুল সহ-সভাপতি আশেক ও সম্পাদক উজ্জ্বল নির্বাচিত 

নিজস্ব প্রতিবেদক : দু’দিনের ভোট গ্রহণে, উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে, সভাপতি পদে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ কামরুল হাসান ৩৬৫ ভোট, সহ-সভাপতি পদে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আশেক মিয়া ৩৬৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্টাফ নার্স মো: উজ্জ্বল মিয়া ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া, কোষাধ্যক্ষ পদে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো: আব্দুল মতিন ৩৩৬ ভোট, ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আবুল বাসার ৩৮১ ভোট ও স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি পদে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেহেনা আক্তার ৩৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার ৩ জুন অনলাইনের মাধ্যমে নির্বাচন হলেও যান্ত্রিক ত্রুটির কারনে বুধবার ফলাফল ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ জেলা শাখায় সর্বমোট ভোটার ছিলো ১৩৪০ জন, এরমধ্যে দুটি প্যানেলে ১২ জনের বাহিরেও আরও ৩ জন নির্বাচনে অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাচন কমিশন তন্দ্রা রাণী মজুমদার জানান, ভোটারের উপস্থিতি, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন।
উল্লেখ্য,পূর্ব নির্ধারিত ৩১মে ভোটগ্রহণের দিন ধার্য থাকলেও স্বীদ্ধান্ত অনুযায়ী ৩জুন ভোটগ্রহণ শুরু হলে (সার্ভার জটিলতায়) যান্ত্রিক ত্রুটির কারণে প্রথমে দুই ঘন্টা সময় বাড়ানো হয়, পরবর্তীতে আরও চার ঘন্টা বাড়িয়েও সমস্যার সমাধান না হওয়ায় পরের দিন পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। তাতে ৭০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category