নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম শিপলু, সাধারণ সম্পাদক মোঃ গোলামুর রহমান হায়দার মনোনীত হয়েছেন।
১ জুন রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার সুত্রে জানা যায়, আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির নির্বাচনে দুটি প্যানেলে নির্বাচনের প্রচার বা প্রস্তুতি থাকলেও একটি প্যানেল নির্বাচন থেকে সরে যাওয়ায় কেফায়েত- হায়দার পুরো প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এছাড়া ২১ সদস্য পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন- কার্যকরী সভাপতি কেফায়েতুল্লাহ, সহ-সভাপতি জহিরুল হক আকন্দ ও তরুন কান্তি কর, যুগ্ম সাধারণ জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বাচ্চু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান,অর্থ সম্পাদক মোঃ জিয়াউর রহমান,দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আবুল খায়ের,আইন বিষয়ক সম্পাদক এড. শামছুল আলম,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ,মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার,পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর করিম।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- আবু শাহেদ,আনোয়ার হোসেন,মোঃ ইসরাঈল ভূঞা,মোঃ মুকতু হোসেন,মোঃ মিজানুর রহমান,সানিউল আকবরসহ পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নাদিরুজ্জামান জানান,আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির দুটি প্যানেল থাকলেও একটি প্যানেল নির্বাচন ছেড়ে দেওয়ায় কেফায়েত- হায়দার প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
তিনি আরো বলেন, গঠনতন্ত্র মোতাবেক সভাপতি পদটি সংরক্ষিত বিধায় প্রথমেই পদটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
Leave a Reply