আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ৩ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন

আল আমিন, নরসিংদী:  ঢাকা-চট্রগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেস ডাউন এর যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে।

রোববার (০১ জুন) সকাল সাড়ে ৯ টায় নরসিংদী রেলস্টেশনে এসব ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।

ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের পরিচালক ও লোকোমাস্টারসহ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ট্রেন যাত্রীদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করে নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নতুন যাত্রাবিরতি করা ৩টি ট্রেনসহ এই স্টেশনে যাত্রাবিরতি করা অন্ত:নগর ট্রেনের সংখ্যা দাড়িয়েছে মোট ৮ টি।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো: আমজাদ জুয়েল জানান, নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে আন্তঃনগর মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত গ্রহণ করে রেল মন্ত্রণালয়। নতুন করে ৩ টি ট্রেনের যাত্রাবিরতিতে হাজারো ট্রেন যাত্রীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটসহ কৃষি ও শিল্পসমৃদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে এ জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে এ জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেয়ায় জেলাবাসী উপকৃত হবেন।

অনুষ্ঠানে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরুল ইসলাম, নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো: আমজাদ জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category