আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গভীর রাতে নিকলীতে ভ্রাম্যমান আদালত, লক্ষ টাকা জরিমানা আদায়

আলমগীর হোসেন,নিকলী প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে গত বুধবার গভীর রাতে হাওরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন।

বুধবার রাত প্রায় দুইটায় উপজেলা সদরের আফিসপাড়া গ্রামের পিছনে একটি ভেকু দিয়ে মাটি কাটতে দেখতে পেলে, ঘটনাস্থলে গিয়ে ভেকুর মালিক সেলিম (৪৫) কে আটক ও ভেকুটি জব্দ করেন। রাত সাড়ে তিনটায় ভেকু মালিক সেলিম কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর (১৫) ১ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেছেন। অর্থদন্ডকৃত টাকা আদায়ের পর আটককৃত ভেকু ও ভেকু মালিক সেলিমকে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নব নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট প্রতীক দত্ত। গত এক মাসে উপজেলার বিভিন্ন হাওরে পৃথকভাবে মোট ছয়টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট চার লক্ষ এক হাজার টাকা জরিমানা আদায় করেছেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ প্রতিনিধিকে জানান, এ ধরনের অপরাধ যেখানেই সংগঠিত হবে সেখানেই আইনী পদক্ষেপ নিবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category