আজ ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াইলে চলাচলের রাস্তায় সীমানাপ্রচীর নির্মাণ, ইউএনও বরাবরে অভিযোগ

তাড়াইল প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামে প্রতিবেশীর চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সীমানাপ্রাচীর নির্মানের অভিযোগ ওঠেছে, এ নিয়ে গ্রামে তোলপাড় সৃষ্টি হয়েছে , একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে তৎকালীন, ফ্যাষ্টিট সরকারের যুবলীগ নেতা শরীফ খানের বিরুদ্ধে। জানা যায় উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বকর সিদ্দিকী (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো: আল মামুন খান। অভিযোগে বলা হয়- বিবাদীরা আমার আপন চাচাতো ভাই। আমার দখলীয় জায়গাতে অবৈধ ভাবে ঝুঁকিপূর্ণ সীমানাপ্রচীর তৈরি করেছে। উক্ত সীমানার পাশে আমাদের চলাচলের রাস্তা। যেকোনো সময় সীমানা প্রাচীর ভেঙ্গে দূর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয় নিয়ে বিবাদীকে জিজ্ঞাসাবাদ করলে সে আমার কথা কর্ণপাত না করে বরং আমাকে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখে। বিষয়টি এলাকার লোকজনকে জানালে তারা আমাকে ইউএনও মহোদয়ের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ প্রদান করেন।

তাছাড়াও এ বিষয়ে এলাকা সূত্রে জানা যায়, মীমাংসার লক্ষ্যে একাধিকবার দরবার- শালিশ বসেছে,সেই দরবারে দুপক্ষের সঠিক কাগজপত্র দেখে মীমাংসা করা হবে, সেই প্রেক্ষিতে যে, যে অবস্থানে আছে, সেই অবস্থানের থাকার নির্দেশনা দেন গ্রামের মাতাব্বরগন। মামুন খান দরবারের সিদ্ধান্ত মেনে চললেও তার প্রতিপক্ষ যুবলীগ নেতা শরিফ খান দরবার কে অমান্য করে বেআইনি ভাবে পেশী শক্তির বলে সীমানা প্রাচীর নির্মাণ করেন। অবশেষে মামুন খান সু বিচারের আশায় গ্রামের মাতাব্বরদের নির্দেশনায় তাড়াইল উপজেলা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিককের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন -আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ আাইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category