আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তীব্র গরমে জনসাধারণের পাশে পলিমাটি

ডেস্ক নিউজ :  গ্রীস্মের শুরুতেই গত কয়েক দিনের তীব্র তাপদাহে রাজশাহীর জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ বিশেষ করে শহরে চলাচলকারী রিক্সা, ভ্যান ও অটো রিকসা শ্রমিকদের প্রাণ ওষ্ঠাগত। তারপরও জীবিকার তাগিদে ছুটে চলেছেন তারা। অন্য দিকে চলতি এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদেরও হাসফাঁস অবস্থা।

এমন সময়ে রাজশাহীর জনগুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত মানুষদের হিটস্ট্রোক থেকে বাঁচাতে ও তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেছে রাজশাহী’র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি।

০১ মে ২০২৫ বৃহস্পতিবার শহরের সিএন্ডবি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সংগঠনের সেচ্ছাসেবীরা রাস্তায় চলাচল রত ক্লান্ত পথচারীদের সুপেয় পানি পান করান এবং তাদেরকে খাবার স্যালাইন প্রদান করেন। প্রখর রোদে যাত্রা পথের ক্লান্ত শরীরে এসে সুপেয় পানি পান করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন তারা। কমর্সূচিতে পলিমাটির উপদেষ্টা আলিফ মাহমুদ, সদস্য নাহিদ, মাহিম, সাইফ, মাধুর্য, সিনথিয়া, শ্রদ্ধা, রাফা, বর্ষা, নীর, নাদিরা, মোসাদ্দেক, নাইম, নেয়াজ, নাভিব, রিপন, হাকিম, শিমুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category