আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিকলীর নব যোগদানকৃত নির্বাহী অফিসারের মতবিনিময়

আলমগীর হোসেন, নিকলী :  নিকলীতে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার উপজেলার নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি।

মংগলবার (২২ এপ্রিল) সকাল বিকাল ৩ টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে ও উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা প্রতীক দত্তের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবান কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরাধন কুমার দেব, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী,ইউডিএফ দূর্গা রানী সাহা, বীর মুক্তিযোদ্ধা নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার মোজাম্মেল হক আবির, বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, নিকলী উপজেলা জামাতে ইসলামীর আমীর মোঃ আবুল হোসেন, সাধারন সম্পাদক মোঃ রফিক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের প্রতিনিধি, নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, কারপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল সর্দার, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, জারইতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসহাক রানা, বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category