নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিবের পক্ষ থেকে এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৬ মার্চ বুধবার চরশোলাকিয়া এলাকায় এ ঈদ সামগ্রী (পোশাক) বিতরণ করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনায় কিশোরগঞ্জ চরশোলাকিয়া এলাকায় অসহায় ও দুঃস্থ শিশুদের মাঝে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব এ উদ্যোগ গ্রহণ করেন।
বিতরণ কালে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিবের সার্বিক তত্ত্বাবধানে এ সময় পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সাগর, জেলা শহীদ জিয়া পরিষদের সাবেক সভাপতি এহসানুল হক তারেক, সদর উপজেলা শহীদ জিয়া পরিষদের সদস্য সচিব মাহিম মিয়া, জেলা ছাত্রদল নেতা রনি আহাম্মেদ, শাকিল মিয়া ও রুমান মিয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply