আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মৃত বন্ধুদের স্মরণে বন্ধু মহলের এক ব্যতিক্রমী ইফতার

শফিক কবীর : কিশোরগঞ্জে বন্ধু মহলের এক ব্যতিক্রমী ইফতার ও মৃত বন্ধুদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১এপ্রিল) জেলা শহরের খরমপট্টিস্থ জেলা সমবায় কমিউনিটি সেন্টারে, শোলাকিয়া খরমপট্টি বন্ধুদের আয়োজনে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম।

এ ইফতার ও দোয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করে কখন তারা পুরনো ও হারিয়ে যাওয়া বন্ধুদের সঙ্গে দেখা হবে কথা হবে, হবে মিলনমেলা।বলতে দ্বিধা নেই, কিশোরগঞ্জ জেলার ৯০ পরবর্তী দশক এসএসসি ব্যাচের বন্ধুদের এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য বিগত প্রায় একযুগ ধরে তারা এ ইফতার আয়োজনের মাধ্যমে বন্ধুত্বের সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে প্রতি বছরের ন্যায় এ ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।
দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হলে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন, জড়িয়ে ধরে কোলাকুলি এবং সবাই মেতে ওঠেন সেলফিবাজি ও খোশগল্পের মিলনমেলায়।এমনই এক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া খরমপট্টি এলাকায়।

ইফতারের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিন শতাধিক পরিচিত মুখগুলো একে একে হাজির হতে লাগলো অনুষ্ঠানস্থলে। এদিকে ইফতারের পর নামাজ শেষে সবাই আবারও মেতে ছিলেন কফি আড্ডায়। আড্ডা শেষে আবেগ-আপ্লোত বিদায়ে নিজ নিজ গন্তব্যের দিকে ছুটলেন। এবং মনে মনে ভাবতে লাগলেন আবার কবে হবে এমন ইফতার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category