নিজস্ব প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ, রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের উপদেষ্টা মু.আ.লতিফ।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল হাবীব রেজার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক শেখ মাসুদ ইকবাল , কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, উপদেষ্টা মুহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও উপদেষ্টা সাইফ উদ্দিন আহমেদ লেনিন, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি কবি মোতাহের হোসেন।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা ইউনিটের সিনিয়র সহসভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক রাকিবুল হাসান রোকেল, সাংবাদিক আজহারুল ইসলাম ফকির রতন, শফিকুল ইসলাম নাঈম, হারিস আহমদ, সাংবাদিক হাজী আবু সাঈদ, মোঃ আসাদসহ জেলার বিভিন্ন উপজেলার ইউনিটের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply