আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গণসচেতনতা শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক  :কিশোরগঞ্জে “সড়ক দুর্ঘটনা ও গণসচেতনতা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: ফিরোজ উদ্দীন ভুঁইয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মোল্লা, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো :আবু তাহের মিয়া,কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল,
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাছিম খান, আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুল আলম শিপলু,ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মনিরুজ্জামান, এড. নাসির উদ্দীন ফারুকী,
কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাভেদ রহিম, চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট মো: শামছুল ইসলাম শামীম বক্তব্য রাখেন।

বক্তারা দুর্ঘটনা রোধে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা ও আইন প্রয়োগ। এ ক্ষেত্রে আইন প্রয়োগে বেশি জোর দেওয়া প্রয়োজন। কিন্তু আমাদের দেশে আইনের প্রয়োগ খুব শিথিল। আশা করি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
বক্তারা আরে বলেন, সড়ক নিরাপত্তায় প্রয়োজন নাগরিক শিক্ষা ও সচেতনতা। সড়ক দুর্ঘটনায় বেড়েই চলছে, প্রতিদিন প্রতি নিয়ত দুর্ঘটনায় ঘটছে।অনেকে আহত ও পঙ্গু হয়ে যায়। কোনোভাবেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমাদের কিশোরগঞ্জে প্রতিদিন সড়ক দূর্ঘটনায় ঝরছে প্রাণ। গত ২০ ফেব্রুয়ারী কিশোরগঞ্জের কালিয়া চাপড়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়। আমরা নিজেরা সচেতন হবো, অন্যদের সচেতন করবো।প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দফতর, প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের দায়িত্বপালনে সক্রিয় ও দায়িত্বশীল করে তুলতে হবে। তদারকি, নজরদারি ও জবাবদিহি এদের ক্ষেত্রে একান্তভাবে প্রযোজ্য। সর্বোপরি, নাগরিক শিক্ষা ও সচেতনতার প্রচার ও প্রসার ঘটাতে হবে।

এ সময় নিরাপদ সড়ক চাই এর সহসভাপতি আব্দুল হালিম তালুকদার, বদরুল হুদা সোহেল, সাবেক সাধারণ সম্পাদক শফিক কবীর, সহসাধারণ সম্পাদক ইকবাল বাহার বুলবুল, আলী রেজা সুমন, অর্থ সম্পাদক প্রকৌশলী কামরুল হাসান বাদল, প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, শফিকুর রহমান চৌধুরী, সাংবাদিক আমিনুল হক সাদীসহ সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহ আল মামুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category