আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ’দ্য ফ্লাইং ফিট’ তায়কোয়ানদো ক্লাবের যাত্রা শুরু

ডেস্ক নিউজ :  শারীরিক নিরাপত্তা, সুস্থতা এবং আত্মরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে রাজশাহীতে সম্প্রতি যাত্রা শুরু করেছে ‘দ্য ফ্লাইং ফিট’ নামে তায়কোয়ানদো ক্লাব। ১৬ মার্চ ২০২৫ রবিবার সকাল ৬:৩০ টায় এ উপলক্ষে শহরের সিএন্ডবি মোড়ে অবস্থিত পলিমাটি চত্ত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, উপসহকারী প্রকৌশলী মো. আলিফ হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শরিরের ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্ট এর জন্য তায়কোয়ানদোর ভূমিকা অপরিসীম। তায়কোয়ানদো চর্চার মাধ্যমে আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে প্রটেক্ট করার মত ক্ষমতা বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, অনেকেই মনে করেন নারীদের এইসমস্ত খেলায় পর্দা রক্ষা হয় না। এটা পুরোপুরি ভূল ধারনা। আপনি চাইলে সম্পুর্ণ পর্দার সহিত তায়কোয়ানদো শিখতে পারেন। তায়কোয়ানদোর পোশাক মার্জিত পোশাক।
বিশেষ অতিথি জেলা পরিষদের সিইও মু. রেজা হাসান বলেন, তায়কোয়ানদো এমন একটি আর্ট যাতে অগ্রাধিকার দেওয়া হয় ডিসিপ্লিনকে। তাই আমাদের সন্তানদেরকে তায়কোয়ানদো শিক্ষা দিলে সে পড়ালেখা র পাশাপাশি অবসর সময়ে তায়কোয়ানদো নিয়ে ব্যস্ত থাকবে। এতে করে সে সঙ্গদোষে ভূল পথে হাঁটবে না এবং সকল প্রকার মাদক থেকে দূরে থাকবে।
উপসহকারী প্রকৌশলী মো. আলিফ হোসেন বলেন, বর্তমানে মোবাইল, ফেইসবুক, ইন্টারনেট এর প্রতি বাচ্চাদের আসক্তি বেশী। তায়কোয়ানদো এই সকল জিনিসের অপব্যবহার থেকে দূরে রাখবে এবং তাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। তায়কোয়ানদো কখনো পড়াশোনার ক্ষতি করে না বরং মনোযোগ শক্তি বৃদ্ধি করে।
‘দ্য ফ্লাইং ফিট’ এর প্রশিক্ষক মাধুর্য জানান, ৬-৮০ বছর বয়সী সবাই তায়কোয়ানদো মার্শাল আর্ট করতে পারেন। তাই যে কেউ প্রশিক্ষণের জন্য তাদের ক্লাবে ভর্তি হতে পারবেন । যারা প্রশিক্ষণ নিতে চান তাদেরকে তিনি যোগাযোগের জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category