আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে দোয়া ইফতার ও আলোচনায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বিকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পত্রিকাটির ১৬ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন। কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমী, জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন ও সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শামসুল আলম সেলিম, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আবু তাহের, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, আইয়ুব-হেনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আনিসুজ্জামান খোকন, পত্রিকার এজেন্ট এম এ সাদেক মুকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও সমন্বয়ক অভি চৌধুরী প্রমুখ।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা জেলার সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category