আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি : ইটভাটায় মোবাইল কোট,জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১.০০ টায় গাইটাল একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আবারও আলোচনা করা হয়।সমাবেশ শেষে দাবি বাস্তবায়ন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসক মাধ্যমে (স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মমতাজ বেগম এর হাতে স্মারকলিপি প্রদান করেন।
জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মানিকের সার্বিক তত্ত্বাবধানে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জেও যদি আমাদের ইটের ভাটায় এমন অভিযান অব্যাহত থাকে তাহলে অনির্দিষ্ট কালের জন্য জেলার সকল ইট ভাটা বন্ধ করে দেওয়া হবে।
তাই কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে সারাদেশের ন্যায় আমরাও এই ইটভাটায় মোবাইল কোট,জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি  সহ সকল দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category