আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হুমায়ুন রশিদ জুয়েল :“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেন।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও মহড়া অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায়,উপ সহকারী প্রকৌশলী সহ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা, প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রুবেলের বড় ভাই জুয়েল আহমেদ,
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার উপ-সহকারী প্রকৌশলী সাদিক হোসাইন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও আবু বক্কর সিদ্দিকী বলেন, দুর্যোগ কাউকে বলে আসে না। যেকোন সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে। দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ অথবা যেকোন দুর্যোগ হোক না সব দুর্যোগের ব্যাপারে আগে প্রস্তুতি নেওয়া হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কম হবেন। জান মাল নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category