আজ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নিরাপদ খাদ্য বিষয়ক ক্যাম্পেইন

ডেস্ক নিউজ : নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শুক্রবার বেলা ২:০০ টায় রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ’এইচটিআই’ (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) এর আয়োজনে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর সহযোগিতায় এই ক্যাম্পেইন করা হয়।

বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার, লিফলেট এবং ব্যানার নিয়ে লক্ষ্মীপুর মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়। নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে হোটেল-রেস্তোরা-স্ট্রিট ফুডের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন হোটেল-রেস্তোরায় স্টিকার লাগানো হয় এবং ভোক্তা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন।

ক্যাম্পেইন পরিচালনার সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান, উপসহকারী প্রকৌশলী মো. আলিফ আলী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এইচটিআই এর উপদেস্টা উজ্জল আলী, সদস্য নাহিদ হোসেন, ফারিয়া, কোহিনুর, সুরাইয়া, ববিতা, মিম, মৃদুলা, এনামুল, হিমেল, সৈকত, আসিফ, মাহিম, নয়ন, রায়হান, সাইফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category