আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ সাত দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামাতের আমির অধ্যাপক মো: রমজান আলী, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এম মাহাবুবুল আলম।
এতে স্বাগত বক্তব্য রাখেন – বিজ্ঞ জিপি জালাল মোহাম্মদ গাউস, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্নয়ক আশরাফ আলী সোহান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ ইকবাল, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আল আমিন প্রমুখ।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ফিতা কেটে ও প্লেকার্ড উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং বইয়ের স্টল পরিদর্শন করেন।
আলোচনা শেষে ছোট্ট শিশুদের পরিবেশনায় দলীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category