নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের শতাব্দী প্রাচীন বিদ্যাপীঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি ফৌজিয়া খান প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানার সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় সংক্ষিপ্ত আলোচনা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শ্রদ্ধেয় আব্দুল আজিজ (আজিজ স্যার), বাহার স্যার, রফিক স্যার ও আব্দুল্লাহ মানু স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর মুন্সী আজিম উদ্দিন সাহেবের উত্তরসুরী পরিবারের সদস্যগণ সহ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আশফাক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ফারুকী, সাবেক ফুটবলার লায়েক আলী ও জিএম ইয়াহিয়া ভুঁইয়া, প্রাক্তন ছাত্র সাংবাদিক শফিক কবীর, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সাহাব উদ্দিন, এম এ সাদেক মুকুল, ফারুকুজ্জামান, নাজিম উদ্দিন গোলাপ প্রমূখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
Leave a Reply