আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ধুয়ে-মুছে নতুন রঙে শহীদ মিনার সাজাচ্ছে ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি :  অমর একুশে ফেব্রুয়ারি বাঙালির প্রেরণার অন্যতম উৎস। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের প্রতিটি শহীদ মিনারে যান সর্বস্তরের মানুষ। তাই জরাজীর্ণ ও ময়লা আবর্জনা পরিস্কার করে ধুয়ে-মুছে নতুন রঙে শহীদ মিনার সাজাচ্ছে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।

বৃহস্প্রতিবার (২০ ফেব্রুয়ারি) গুরুদয়াল কলেজ মাঠের শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে চলছে ধুয়ে-মুছে রং করার শেষ প্রস্তুতি। আর এমনটাই নজরে পরেছে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে ধুয়ে-মুছে রং করার শেষ প্রস্তুতি কাজে নিয়জিত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজীব, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহ্ আলম, জেলা শহীদ জিয়া পরিষদের সাবেক সভাপতি এসানুল হক তারেক ও জেলা ছাত্রদলের মোসাদ্দেক, আকাশ, ইউনূস, অভিসহ স্থানীয় ছাত্রদলের নেতৃত্ববৃন্দকে।
ইতোমধ্যেই বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে শহীদ মিনারের চারপাশ। শহীদ মিনার এলাকায় পুলিশ সদস্যদের কড়া পাহারার পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা ছাত্র দলের সদস্যরা।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজীব জানান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদে নেভিনের নির্দেশনায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা ছাত্রদলের প্রতিটি সদস্য শহীদ মিনারের পাশে থেকে শৃঙ্খলা ও নির্বিঘ্নে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের জনগণকে সহযোগিতার কাজে নিয়োজিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category