ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হয়েছে চারদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ১৬ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪:৩০ টায় জেলার পুরাতন স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো: রেজাউল করিম বিপিএম সেবা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার প্রমুখ।
উক্ত মেলায় ৭০ জনের মতো নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
Leave a Reply