আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিল্ডিং শ্রমিক নিহত

এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ কিশোরগঞ্জে পাকুন্দিয়া বিদ্যুৎস্পৃষ্টে শাকিল (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে পাকুন্দিয়া পৌরসভা হাপানিয়া পলিগ্যান স্কুলের সামনের বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট এই ঘটনা ঘটে।

নিহত বাড়ি উপজেলা চরফরাদী ইউনিয়নের গান্ধারচর গ্রামে গ্রাম পুলিশ মোঃ শরীফ মিয়া ছেলে। পেশায় একজন কনস্ট্রাকশন শ্রমিক।

জানা গেছে, পাকুন্দিয়া পৌর সদরে হাফানিয়া পলিগ্যান স্কুলের সামনের বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে কনস্ট্রাকশান শ্রমিক শাকিল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category