হুমায়ুন রশিদ জুয়েল : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন “আমরা প্রবাসী” এর উদ্যোগে স্থানীয় ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এ মহতী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্য উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ ফেব্রুয়ারী সকাল এগারোটায় নোয়াবাদ ইউনিয়নের উলুখলা চৌরাস্তা মোড় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে “আমরা প্রবাসী” সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ফজর আলীর সভাপতিত্বে ও আজহারুল ইসলাম স্বপন মাষ্টারের সার্বিক তত্বাবধানে আল ইমরান ও হোসাইন আহমেদ রায়হান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন জিনারাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক মো. নজরুল ইসলাম, করিমগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব মো. জহিরুল আলম বকুল,সিন্দ্রীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আজিজুল হক ভূইয়া, ডা. এম. এস. আলম, সেবা সংগঠনের সভাপতি আল ইমরানসহ আরো অনেকেই।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার্থীদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রবাসীরা দেশ থেকে দূরে থাকলেও সবসময় দেশের মানুষের পাশে থাকতে চান। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে।”
সংগঠনের সভাপতি সাজ্জাদ হাসান নবীন ভিডিও বক্তব্যে বলেন “আমরা প্রবাসী” সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও আরো বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সাধারণ সম্পাদক শাহীন আহমেদ ও অন্যান্য সদস্যবৃন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং “আমরা প্রবাসী” সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
এ কর্মসূচির মাধ্যমে নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমদী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,উলুখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সিন্দ্রীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর সিন্দ্রীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬৫(পয়ষট্টি )জন শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডায়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply