নিজস্ব প্রতিনিধি : সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও নরসুন্দা নদীর কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে কিশোরগঞ্জ পৌরসভা।
৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে থেকে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে মাসব্যাপী মশক নিধন, ড্রেনেজ পরিস্কার ও গুরুদয়াল কলেজ সংলগ্ন নরসুন্দা নদীর কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এসব কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক মিজাবে রহমত এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম), জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদসহ সকল দপ্তর প্রদানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সার্কিট হাউসের সামনের ড্রেনে ফগার মেশিন চালিয়ে মাসব্যাপী মশক নিধন, ড্রেনের ময়লা ও গুরুদয়াল কলেজ সংলগ্ন নরসুন্দা নদীর কচুরিপানা পরিষ্কারে অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব হাসান জাকির বাপ্পী, নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক জুয়েল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থী ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply