আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আল আমিন, নরসিংদী: মাধবদী পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মাধবদী পৌর বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। আজ ৫ই ফেব্রুয়ারী বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি মাধবদী এস.পি ইনস্টিটিউশন এর সামনে থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ম্যানচেষ্টার চত্তরে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান। মাধবদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ জাকারিয়া এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সদর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক দেলোয়ার হোসেন, থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম পাগলা, সাবেক ছাত্রদল নেতা মোঃ আল আমিন, সাবেক ছাত্রদল নেতা নূর মোহাম্মদ প্রমুখ। বিক্ষোভ শেষে আলোচনায় বক্তারা বলেন, যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে দলের বদনাম করছেন, তাদের হুশিয়ার করে বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নরসিংদী সদর আসনের সাবেক এমপি খায়রুল কবির খোকন ভাই এর স্বার্থে ও দলের সুনাম রক্ষার্থে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category