হুমায়ুন রশিদ জুয়েল : কিশোরগঞ্জের তাড়াইলে ৩০ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় সহিলাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তারুণ্যের উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: সেলিম মিয়া ও সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম বরকত এবং সার্বিক সহযোগিতায় সহকারী শিক্ষক খন্দকার মোঃ ইকবাল।
উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ দ্বীন ইসলাম, খেলা পরিচালনায় ছিলেন,শরীরচর্চা শিক্ষক মোঃ মহসিন ভূঁইয়া ও সহকারী শিক্ষক আদিল মোহাম্মদ হিমেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মোঃ মতিউর রহমান ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সহ অভিভাবক বৃন্দ।
এত লক্ষ্য করা গেছে,ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তারুণ্য উৎসবকে প্রাণবন্ত করে তুলে।
পরিশেষে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শান্তিপ্রিয়ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply