নিজস্ব প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও এসডিজি অর্জনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে “ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৬ জানুয়ারি রবিবার সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সনাকের সহ-সভাপতি আতিয়া রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি স্বপন কুমার বর্মন এবং ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য সানজিদা রহমান লাবনী। সনাক সদস্য প্রফেসর আবদুল গনি, নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল হাসান বাদল, বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য এ্যাড. হামিদা বেগম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কিশোরগঞ্জ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ মহিলা পরিষদ, নিরাপদ সড়ক চাই (নিসচা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ মানবন্ধনে অংশগ্রহণ করেন।
Leave a Reply