আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে হাজার হাজার দর্শকদের উপহার দিলো কাবাডি খেলা

নিজস্ব প্রতিনিধি : “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” ছাত্র-যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় ও জাতীয় খেলা কাবাডির আয়োজন করে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে করিমগঞ্জ উপজেলার জয়কা মধ্য নানশ্রী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে হাজারো দর্শকদের ঢল নামে খেলার মাঠে।
আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।
খেলা উদ্বোধন করেন জেলা কৃষকদলের যুগ্মআহ্বায়ক ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আহ্বায়ক সাইফুল আলম আলমগীর।

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের যুগ্ম আহ্বায়ক ও জয়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শওকত কবির খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন সরকার, করিমগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান।


পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শওকত কবির খোকন জানান, ছাত্র-যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং গ্রামীণ ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার এ আয়োজন। বিশাল ষাঁড় গরু পুরস্কারে বিবাহিত বনাম অবিবাহিত প্রতিযোগিতায় ১৬ টি দল অংশ গ্রহণ করে আজ ফাইনাল খেলায় বিবাহিত রতন-তাজুল-শফিকুল একাদশ বনাম অবিবাহিত কামাল-হেলাল-ছালাম একাদশ অংশ নেয়। এতে ক্রীড়া নৈপূন্য অবলম্বন ও দর্শক মাতিয়ে বিবাহিত রতন-তাজুল-শফিকুল একাদশ ২/১ পয়েন্টে বিজয়ী হয়।
গত অক্টোবর মাসে প্রথম উদ্বোধনী খেলাসহ প্রতিটি খেলা বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষের উপভোগ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category