আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেডিকেলে চান্স পেয়েছে পাকুন্দিয়ার মেধাবী শিক্ষার্থী মীম

এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ গতকাল প্রকাশ হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল, পাশের হার ৪৫.৬২ শতাংশ। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক এবারের ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি,এইচএসসি /সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এতে পাকুন্দিয়া হাজী জাফর আলী ডিগ্রি কলেজ থেকে মেধাবী শিক্ষার্থী মীম ৭৪.২৫ স্কোর অর্জন করে জামালপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
মীমের সাফল্যে গর্বিত তার মা- বাবা ও গ্রামবাসী। গর্বিত হাজী জাফর আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্ধ। মীম এগারসিন্ধুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামের মোঃ আলাউদ্দিন ও হালিমা খাতুন দম্পতির ষষ্ঠ সন্তান,পরিবারে ৬ বোন ও ১ ভাই মীমের বড় দুবোন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এগারসিন্ধুর ও বুরুদিয়া ইউনিয়নে শিক্ষকতা করছেন। মীমের আরেক বড় বোন রীমা সেও হাজী জাফর আলী ডিগ্রি কলেজ থেকে জামালপুর মেডিকেল কলেজ চান্স পেয়েছিল বর্তমানে প্যাকটিস করছে। বড় ভাই ও বোন গুরুদয়াল সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত। মীম পাকুন্দিয়া উপজেলার সকলের কাছে দোয়া চেয়েছেন যেন কৃতিত্বের সাথে মেডিকেল কোর্স শেষ করে মানবসেবায় কাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category