আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইসরাইল মিয়ার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জের পৌর এলাকায় দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন হাজী ইসরাইল মিয়া।

সোমবার সকাল থেকে পৌরসভার চরশোলাকিয়া ৪নং ওয়ার্ডের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেববাড়ী মোড় ও বাগপাড়া এলাকার উন্মুক্ত স্থানে এ দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার প্রতিটি এলাকায় এ কম্বল বিতরণ চলমান রয়েছে।
সকালে বাগপাড়া এলাকায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন উম্মে হানি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলমগীর হোসেন। মোনাজাত শেষে দুইশতাধীক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় হাজী ইসরাইল মিয়াসহ অন্যদের মধ্যে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সায়েদ সুমন, সহ-সভাপতি মোঃ সোরান, কিশোরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি সাংবাদিক ফারুকুজ্জামান প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনি দোয়ার আয়োজন করছেন। এ উপলক্ষে ২৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকার ২০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category