আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কে গ্রেফতারের দাবিতে ইটনায় বিক্ষোভ মিছিল

ইটনা প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি ও কিশোরগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবদুল হামিদ কে গ্রেফতারের দাবিতে ইটনা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা যায় গত জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জের আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্মমভাবে হামলা ও গুলি করার অভিযোগে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের আবু তাহের ভূঁইয়ার ছেলে তহমুল ইসলাম (২৭) বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সহ ১২৪ জনকে কে আসামী করে ১৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। বুধবার রাত ৯ ঘটিকায় ইটনা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের আয়োজনে আসামিদের গ্রেফতার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বাহির করে। মিছিল টি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে সমবেত হয়ে বক্তব্য রাখেন ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন টিপু, সদর যুবদল নেতা জামাল মিয়া, নুরুজ্জামান শেখ,দীন ইসলাম, স্বপন মিয়া,হারুন মিয়া,কৃষক দলের বাসার মিয়া, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রকিব মিয়া, রাজীম মিয়া,রিফাত মিয়া,সমন্বয় রাসেল ও আলমগীর, জিসান,শরিফ, দিদার,পিজুস,জিয়ান সহ বিএনপির কর্মী সমর্থক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category