আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতারণাই তাদের পেশা, র‌্যাবের হাতে আটক ৯ ভূয়া মানবাধিকার কর্মী

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলার সদর এলাকায় ভূয়া মানবাধিকার আইনি সহায়তা কেন্দ্র নামে একটি অফিস নিয়ে বিপদগ্রস্ত সাধারণ মানুষের সাথে প্রতারণার মাধ্যমে ওরা হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। প্রতারক চক্রের ৯ (নয় ) সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ , সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি রাত সাড়ে নয়টায় র‌্যাব-১৪ , সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের পশ্চিম তারাপাশ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃত ভূয়া মানবাধিকার কর্মীরা হলো – ইটনা উপজেলার এলোংজুড়ি গ্রামের মোঃ রমজান আলীর ছেলে এস এম ফারুক (৬৮), একরামপুর এলাকার মৃত নাছির উদ্দিন বেপারীর ছেলে জালাল উদ্দিন (৭০), করিমগঞ্জ দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের ইচব আলীর ছেলে সবুজ মিয়া (৪৫), শোলাকিয়া নীলগঞ্জ রোড এলাকার আব্দুল আউয়ালের ছেলে আরিফুল আউয়াল (৩৪), একি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), বৌলাই দক্ষিন রাজকুন্তি এলাকার মৃত আবু তাহেরের ছেলে আল মামুন (৪০), একি গ্রামের ওমর ফারুকের ছেলে আজিজুল হক মাসুদ (৪৫), মহিনন্দ বাদে শোলাকিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে লিটন মিয়া (৪২) ও তারাপাশা এলাকার শামছুল হকের ছেলে এনামুল হক (৪৫)।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।
তিনি আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিয়ে হয়রানির কথা স্বীকার করায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category