ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি :
নরসিংদী জেলার বেলাব উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে অবস্থিত সুফিয়া হাই চৌধুরী আদর্শ বিদ্যালয়ে, আজ ১৫ জানুয়ারি বুধবার সকালে যৗেতুক কে না বলুন! যৌতুক মানেই ভিক্ষা এ স্লোগান কে সামনে নিয়ে, যৌতুক বিরাধী সেমিনার ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুফিয়া হাই চৌধুরী আদর্শ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আই হসপিটাল, ঢাকা এর চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী।
সভাপতিত্ব করেন, সুফিয়া হাই চৌধুরী আদর্শ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মোহাম্মদ অহিদুজ্জামান।
পৃষ্ঠপোষকতায় ছিলেন, মানবতার ফেরীওয়ালা ইতালি প্রবাসী হোসাইন মোবারক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শপথ বাক্য পাঠ করান যৌতুক বিরোধী আন্দোলক ইত্যাদিখ্যাত জুম্মা খান নিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাব প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার বেলাব প্রতিনিধি সাংবাদিক ও কলামিষ্ট দিদার হোসেন পিন্টু, এস এ নিউজ টুয়েন্টি ফোর বিডির সম্পাদক ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ,রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামে অবস্থিত হাসেম খান মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মাসুম খান, নাট্যকার এম এম কে রাজ, বেলাব উপজেলা বাইসন এর সভাপাত ইয়াকুব আলী মেম্বার, ভৈরব অপুর্ব আমিন বাউল সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি অপুর্ব আমিন, সাংবাদিক ও কলামিস্ট মাহমুদুর রহমান রতন, সুফিয়া হাই চৌধুরী আদর্শ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোস্তাক হোসেন, মোশারফ হোসেন, আহসান উল্লাহ্, সুদিয়া বাহ চৌধুরী, আছমা বেগম ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, সুফিয়া হাই চৌধুরী আদর্শ বিদ্যালয় এর অফিস সহকারী, আহসান উল্লাহ্ (রিপন)।
Leave a Reply