আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সম্মানের সহিত চাকরীতে পূনর্বহাল চায় বিডিআর সদস্যরা

নিজস্ব  প্রতিনিধি : পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডে সুষ্ঠ তদন্ত নিরপারাধ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি এবং চাকরীচ্যুত সকল বিডিআর সদস্য গণকে চাকরীতে পূনর্বহালের দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদ।

১২ জানুয়ারি রবিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন চাকরীচ্যুত বিডিআর হাবিলদার সিরাজুল ইসলাম ভুইয়া, সুবেদার গৌরাঙ্গ সাহা, সিপাহি রেহান উদ্দিন, নাজমুল ইসলাম, সেলিম মিয়া ও বিডিআর পরিবারের স্ত্রী-সন্তানরা।
তারা বলেন, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ড তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা। ওই ঘটনায় আমরা ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন দেশ প্রেমিককে হারিয়েছি, প্রহসনের বিচারের মাধ্যমে এখনো সহস্রাতিক নিরাপরাধ বিডিআর সদস্যদের জেলবন্দী করে রাখা হয়েছে, ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যদের কে জেল জরিমানা সহ চাকরীচ্যুত করা হয়েছে, দীর্ঘ ১৫ বছর যাবত ভুক্তভোগী আমরা বিডিআর সদস্যগণ ও পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত।
ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারে নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনো জেলে আটক রাখা হয়েছে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় শান্তি নিশ্চিত এবং নিরপরাধ ভাইদেরকে অনতিবিলম্বে জেল হতে মুক্তি দিন।
প্রজ্ঞাপনে উল্লেখিত ২এর ঙ ধারা বাদ দিয়ে তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার সুযোগ দিন।

বৈষম্য বিরোধী বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট নিবেদন, ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্য ও পরিবারগুলি সর্বদা শৃঙ্খলাবদ্ধ আইন ও সরকারের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। তাই আমাদের হারানো সম্মান ফিরিয়ে দিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে পুনরায় দেশ সেবার সুযোগ করে দিন।
এসময় কিশোরগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের শতাধিক সদস্য সহ তাদের পরিবারবর্গের স্ত্রী-সন্তানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category