আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

হুমায়ুন রশিদ জুয়েল :  তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে ধারণ করে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে ঘিরে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১২ জানুয়ারী রোজ রবিবার সময় সকাল ১০ টা তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলামিন ভূইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার উদ্দিন খানের সঞ্চালনায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, তালজাঙ্গা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ওয়াহিদ আব্দুল্লাহ, কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ আবুল মিয়া, এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ ও প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক মিডিয়া।
বক্তব্যে বক্তারা বলেন, আগামী দিনে দেশ রাষ্ট্র গঠনে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,।। অতীতও ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ছাত্র তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের মুক্তির সংগ্রামের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ নামে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়। এ ছাড়াও ঐ তরুণরাই ৫ই আগস্ট গণঅভ্যতার মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটায়। আগামী দিনে তাদেরই একটি নতুন বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বক্তব্য ও পুরস্কার বিতরের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category