আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় দেবরদের নির্যাতনে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

হান্নান মিয়া পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দেবরদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাবেয়া খাতুন নামের এক নারী। শনিবার সকালে পৌর শহরের বেসরকারি বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই নারী উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের শৈলজানী গ্রামের দুবাই প্রবাসী মজনু মিয়ার স্ত্রী। সংবাদ সম্মেলনে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রাবেয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে স্বামী প্রবাসে থাকায় দেবর বজলু মিয়া, রঞ্জু মিয়া ও আল-আমিন তাকে ও তার পরিবারকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ৯জানুয়ারি তিনি তার বড় মেয়েকে নিয়ে কিশোরগঞ্জ আদালতে হাজিরা দিতে যান। এসময় বাড়িতে থাকা তার ছোট মেয়ে ও ছেলেকে বাইরে থেকে তালা মেরে ঘরে অবরুদ্ধ করে রাখেন অভিযুক্ত দেবররা। পরে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন। একই দিন বিকেলে ওই নারী তার ছেলে-মেয়েদের নিয়ে পাকুন্দিয়া আসলে অভিযুক্তরা তাদের বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ যাবতীয় কাগজপত্র নিয়ে নতুন তালা লাগিয়ে দেন। অভিযুক্তদের হুমকি-ধামকিতে এবং নিরাপত্তাহীনতায় ওই নারী স্বামীর বাড়িতে যেতে পারছেন না বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, তার বড় মেয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থী। এই সময়ে বাড়িতে যেতে না পারায় মেয়ের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা চাই। যেন নিরাপদে স্বামীর বাড়িতে বসবাস করতে পারি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তারা দাবি করছেন, সেখানে প্রবাসী ও তার স্ত্রীর কোনো জমি নেই।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category