আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : রজশাহীর বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১০:৩০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ঋণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

প়ল্লী সঞ্চয় ব্যাংকের বাঘমারার ম্যানেজার মো: হাবিবুর রহমান সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রায় ২২ জন সুবিধাভোগীর মাঝে ১৪ লক্ষ ৪৪ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category