আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মা হবে পাগলীটা, বাবার হবে না কেউ

নিজস্ব  প্রতিনিধি : কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে গাইনী বিভাগে নিভীর পরিচর্যায় ভর্তি আছে আট মাসের গর্ভবতী অজ্ঞাত এক নারী পাগলী।
৫ ডিসেম্বর রবিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালের কর্তৃপক্ষ পাগলীটাকে ভর্তির করে চিকিৎসক-নার্সের সেবা যত্নের ব্যাবস্থা করেন।
পাগলীর মা হওয়ার কথা লোকমুখে জানাজানি হলে হাসপাতালে ভিড় করেন শিশুসহ নারী-পুরুষরা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৩/৪ মাস যাবৎ এক পাগলী নারী হাসপাতালের সিড়ির নীচে বসবাস করছে। পাগলী নারী বেশি কথা বলেন না। কেউ কিছু খেতে দিলে খান। তবে জোর করে কারো খাবার খান না।
প্রতি দিনের মতো জরুরী বিভাগের ইনচার্জ আশেক মিয়া পাগলীকে সিড়ির নীচে দেখতে পায়, কিন্তু আজ তার শারীরিক গঠন সন্দেহ জনক হলে হাসপাতালের আয়া/বুয়াদের বিষয়টি জানালে তারা দেখে সন্দেহ সঠিক বলে জানায়। পরে কর্তৃপক্ষের সম্মতিতে সন্তান সম্ভাবনা ওই পাগলীটাকে গোসল করিয়ে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয় যে পাগলীটা আট মাসের আত্মসত্ত্বা।

হাসপাতালের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নুর মো. শামসুল আলম জানান, হাসপাতালের গাইনী বিভাগের একটি রুমে পাগলীটাকে রাখা হয়েছে। বর্তমানে শারীরিক ভাবে সুস্থ ও ভালো আছেন। সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স তার সেবায় নিয়োজিত আছেন। পাগলীটা যেনো পালিয়ে যেতে না পারেন তারও খেয়াল রাখার জন্য বলা হয়েছে। তবে পাগলীটা আয়াদের নিকট বলেছেন তার নাম মনিরা আক্তার (৩০) বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার আরিফপুর ভেলানগর। আর কিছু বলেননি। আমরা সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে নরসিংদীতে ঠিকানা অনুযায়ী খবর পাঠিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category