আলমগীর হোসেন, নিকলী প্রতিনিধিঃ নিকলীতে মোহরকোনা নবজাগরন সমাজ কল্যান সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের মতো গতকাল ১লা জানুয়ারী রোজ বুধবার এলাকার সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সংগঠনটি পথচলা ২০১৮ সাল প্রতিষ্টালগ্ন থেকেই গরিব – অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজের উন্নয়নে অবদান রাখা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন এর মধ্যে দিয়ে মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর এগিয়ে চলা । প্রতি বছরের ন্যায় এইবারও সংগঠন এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ কর্মসূচি পালন এর মধ্যে দিয়ে তারা ২০২৫ সালে নতুন বছরকে বরণ করেন। সংগঠন এর সদস্যবৃন্দ রাতের আধারে প্রকৃত দরিদ্র মানুষের কাছে ১ম ধাপে কম্বল পৌঁছিয়ে দেয়া হয়।
শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মো: সিবগাতুল্লাহ আল জাবির, মিজানুর রহমান,মো: জুনাইদ হোসেন, মনির হোসেন ইমরান, রিয়াজুল, সোহরাব, তারেক, আবু বাক্কার , ফারুক, ফারজুল সহ সংগঠনের সিনিয়র উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইসলাম উদ্দিন , তাছাড়া খায়রুল ইসলাম ও সৌদি প্রবাসী মো: সোহেল।
মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর সিনিয়র সদস্য মাহমদুল হাসান এর সাথে কথা বলে জানা যায় যে, খুব দ্রুত ২য় ও ৩য় ধাপে কম্বল পৌছে যাবে প্রকৃত গরীব – অসহায় মানুষের দুয়ারে ইনশাআল্লাহ
Leave a Reply