আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াইলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

হুমায়ুন রশিদ জুয়েল : এসো দেশ বদলাই

পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে ধারন করে
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা শুরু হয়।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন,
উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দিগদাইাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম ও উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া । এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাড়াইল উপজেলার সমন্বয়ক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category