আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকের বাড়িতে চুরি, কিশোরগঞ্জ থানায় অভিযোগ

নিজস্ব  প্রতিনিধি : কিশোরগঞ্জে সাংবাদিকের বাড়িতে গত ২৯ ডিসেম্বর রাতের কোন এক সময় তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে টিভি, ফ্যানসহ স্বর্ন-রূপার অলঙ্কার। থানায় অভিযোগ দায়ের।

এ বিষয়ে আজ বুধবার (১ জানুয়ারী) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক জাহাঙ্গীর কিরন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার চংশোলাকিয়া গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে। দৈনিক মানবকন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে রাজধানী ঢাকায় কর্মরত আছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী জাহাঙ্গীর কিরন তার বাবার বাড়ির পাশেই নতুন একটি বাড়ি তৈরী করেছেন। বাউন্ডারী করা একতলা বিল্ডিং এ বাড়িতে স্থায়ীভাবে কেউ থাকেননা। তবে, বাবা-মা এবং তাহার ছোট ভাইয়েরা বাড়িটি দেখাশুনা করেন। রাতে বাউন্ডারী গেইট এবং ঘরের দরজা তালাবদ্ধ অবস্থায় থাকে। জাহাঙ্গীর কিরন পেশার সুবাদে ঢাকায় থাকার কারনে মাঝে মাঝে স্ত্রী সন্তান নিয়ে তিনি বাড়িতে আসেন।

গত ৩০ ডিসেম্বর সকাল ১০ টার দিকে তিনি দেশের বাহিরে (থাইল্যান্ড) থাকা অবস্থায় স্বজনদের ফোনের মাধ্যমে জানতে পারেন চুরির ঘটনা। স্বজনরা তাকে জানায় বাউন্ডারী দেয়াল টপকে ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
পরে, দেশে এসে ৩১ ডিসেম্বর তিনি বাড়িতে আসেন এবং ঘরের ভিতর ঢুকে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। এর মধ্যে ঘরের ভিতরে থাকা টিভি, ফ্যানসহ আলমারিতে থাকা স্বর্ন-রুপার অলঙ্কার চোর চুরি করে নিয়ে গেছে বলে নিশ্চিত হন। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category