আলমগীর নিকলী : নিকলীতে সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র নিয়ে উষ্ণতার ছড়ানোর প্রত্যয়ে নিকলী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ তাদের বাৎসরিক আয়োজন ‘প্রজেক্ট শীতবস্ত্র উপহার’-এর কার্যক্রম গতকাল ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , নিকলী উপজেলার কারপাশা,দামপাড়া,নিকলী সদর ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র উপহারের মাধ্যমে সম্পন্ন হয়েছে।এই পর্যায়ে ৩০ টি পরিবারের মাঝে নতুন কম্বল বিতরণ করা হয়।
নিকলী নতুন বাজারের একজন নৈশ প্রহরী বলেন,”আপনাদের এই কাজ ভালা লাগছে,আপনেরা কষ্ট করে আইছেন এবং শীতের কম্বল দিছেন তাই আপনাদের ভালো হউক।
সংগঠনের উপদেষ্টা মো: শরিফ মিয়া ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান জানান “প্রতিবছর আমরা শীতবস্ত্র কর্মসূচি পালন করে থাকি।আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শীতার্ত মানুষের জন্য একটি বড় সহায়তা হয়ে দাঁড়াবে। আমরা মনে করি, একসঙ্গে কাজ করলে মানবতার কল্যাণে অনেক কিছু করা সম্ভব। যারা আমাদের এই অভিযানে বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদেরকে ‘নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ”
Leave a Reply