নিজস্ব প্রতিবেদক : খেটে-খাওয়া, অসহায়, ছিন্নমূল ও প্রতিবন্ধীদের কষ্ট নিবারণে রাতের আধারে (শীতবস্ত্র) কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্য রাতে কিশোরগঞ্জ রেলষ্টেশন, পাগলা মসজিদ ও শহরের বিভিন্ন ফুটপাতে আশ্রয় নেয়া ছিন্নমুল অসহায় শীতার্ত মানুষের মাঝে ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। রাতে শীতবস্ত্র ও জেলা প্রশাসককে পেয়ে খুশি অসহায় মানুষজন।
এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদ মিয়া ও জেলা নেজারত ডেপুটি কালেক্টর রওশন কবীর সাথে ছিলেন।
স্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকা অসহায় ব্যক্তিরা বলেন, শীতে রাতে ঘুমাতে অনেক কষ্ট হতো। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যায়। কিন্তু আজকে স্যার আমাকে একটা শীতবস্ত্র দিয়েছেন। এখন একটু হলোও শান্তিতে ঘুমাতে পারব।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, দিন যত যাচ্ছে শীতের প্রকোপ ততোই বাড়ছে। তাই খেটে-খাওয়া, প্রতিবন্ধী,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। আজ প্রাথমিকভাবে প্রায় শতাধিক শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে, পরবর্তীতে অসহায় প্রতিটি মানুষের মধ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।