আলমগীর হোসেন নিকলী প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে আগুন, সকালে মিললো রহস্যজনক গলিত কংকাল।
গত বুধবার সন্ধ্যা ৬.২০ টার দিকে উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত পুরাতন ছাত্রাবাসে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে পুরাতন ছাত্রাবাসটি পুরে ছাই হয়ে যায়। নিকলী ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যা ৬.২০ টার দিকে হঠাৎ ওই পরিত্যক্ত টিনশেটের পুরাতন ছাত্রাবাসটিতে আগুন লেগে যায়। প্রথমে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করলেও পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো সে বিষয়ে এখনো কোন কিছু জানা যায়নি।
চাঞ্চল্যকর বিষয় হলো সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রনের পর তাৎক্ষনিক কোন লাশ না পাওয়া গেলেও আজ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে দেখা যায় গলিত একটি অজ্ঞাত মানুষের কংকাল। এ নিয়ে এলাকায় চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এটি রহস্যজনক ঘটনা গতকাল সন্ধ্যায় আগুন নেভানোর সময় হতাহতের কোন ঘটেনি এবং ওই ঘর পরিত্যাক্ত, কিন্তু সকালে পচা গলিত কংকালের অবস্থা দেখে এটা রহস্যজনক মনে হচ্ছে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের এর সাথে কথা বললে তারা জানান আগুন নেভানোর সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি৷
অপরদিকে দামপাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ফেরদৌস মিয়া এ খবর শুনে ঘটনাস্থল দেখতে এসে কংকালে সাথে থাকা ওড়নার কিছু অংশ ও ঘটনাস্থলের পাশে পড়ে থাকা একটি ওড়না দেখে মৃত লাশটি তার মায়ের বলে দাবী করেন। তিনি আরো বলেন তার মা গত ৭ দিন যাবত নিখোজ। আশপাশের এলাকায় খুজলেও থানায় এ ব্যাপারে কোন জিডি করেননি বলে জানান।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, উদ্ধারকৃত কঙ্কালের পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নই। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কঙ্কালের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে।
Leave a Reply