আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদপন্থীদের ফাঁসির দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব  প্রতিনিধি : টঙ্গী ইজতেমা ময়দানে মধ্যরাতে সাদপন্থীদের পরিকল্পিত নৃশংস হামলা ও তাবলীগের সাথী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আমিনুল ইসলাম বাচ্চু সহ সকল শাহাদাত বরণকারীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর বিকেলে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঐতিহাসিক শহীদি মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মারকাজ মসজিদে গিয়ে শেষ হয়। পরে নিহত শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।  সাদ পন্থীদের হামলায় নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আমিনুল ইসলাম বাচ্চুকে জেলা মারকাজ গোরস্থানে দাফন করা হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আল জামিয়াতুল ইমদাদীয়ার পরিচালক শিব্বির আহমেদ রাশিদ, ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব শফিকুর রহমান জালালাবাদী, বড়বাজার মসজিদের ইমাম শোয়াইব বিন আব্দুর রউফ, কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক মোঃ রমজান আলী, বাংলাদেশ ইসলামি আন্দোলন জেলা শাখার সভাপতি প্রফেসর আলমগীর হোসেন তালুকদার, ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার সহ আরও অনেকে। এ সময় নিহতের বড় ছেলে শাহরিয়ার আলম চোখের পানি মুছতে মুছতে পিতার জন্য দোয়া চান, সমাবেশ স্থলে উপস্থিত তৌহিদী জনতাও এসময় কান্নায় ভেঙে পড়েন।

আমিনুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামের মৃত উছমান আলীর ছেলে। তাঁর মৃত্যুতে জেলার আলেম উলামা ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সাদ পন্থীদের দ্রুত গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category