আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিরসত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম ইসলাম- রাজশাহীতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম হচ্ছে চির সত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম। পারস্পরিক কল্যাণ কামনা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিজের প্রয়োজন সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেওয়া— এসব হচ্ছে ইসলামের চিরায়ত সৌন্দর্য। পারস্পরিক সৌহার্দ্য ও পরার্থপরতায় ইসলাম। সেই লক্ষ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। এটাই পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি আর ভালোবাসার উজ্জ্বল নমুনা। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ইসলামের মহান গুণাবলি নিজেদের ভেতরেও বিকশিত করার আহ্বান জানান তিনি।’
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. মফিদুল ইসলাম।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দীন।
অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসিরুদ্দিন শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category